দুদিন ব‍্যাপী বিদ‍্যুৎ বিভাগের ঠিকা কর্মীদের কর্মবিরতি

2nd February 2021 11:14 am বাঁকুড়া
দুদিন ব‍্যাপী বিদ‍্যুৎ বিভাগের ঠিকা কর্মীদের কর্মবিরতি


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও দু'দিনের কর্মবিরতি শুরু করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তি ভিত্তিক ও ঠিকা শ্রমিকদের ঐক্য মঞ্চের সদস্যরা। অবিলম্বে তাদের ২১ হাজার ৩০০ টাকা বেতন, বিদ্যুৎ কর্মীর স্বীকৃতি সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার সকাল থেকে জেলার বিদ্যুৎ দপ্তরের প্রতিটি কার্যালয়ের সামনে 'কর্মবিরতি'তে অংশ নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচী শুরু করেছেন। চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিকদের এই দু'দিনের কর্মবিরতিতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে বলে অনেকে মনে করছেন। যদিও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।